শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ১০৯ || নীলাঞ্জন কুমার | | "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ১০৯ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা


শব্দব্রাউজ ১০৯। নীলাঞ্জন কুমার


বিপাশা আবাসন । তেঘরিয়া মেন রোড । ২৬। ২। ২০২১ সকাল সাড়ে আটটা । এক আশ্চর্য সময় পার হচ্ছি । মুহূর্ত স্বাদ নিয়ে চিন্তা করি । প্রতিদিনের আড্ডাস্বাদ মাখিয়ে নিচ্ছি । ভালো থাকার এক এক বিশেষ রসদ ।


শব্দসূত্র:  এই মুহূর্ত স্বাদ


১।  মুহূর্তের জন্য এই বেশ ,
      শুধু শান্তি আনন্দ প্রত্যাশী ।


২।   মুহূর্ত  বন্দি হলে
      সে আনন্দ ফেসবুকে
       ভালো মানায় ।

৩ । স্বাদ যে কার কোথায়
       নেশা  বাড়ায় ?

       মন ছুঁয়ে যায় ।


        




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...