চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৭৩
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
ধান্যছড়া; ১৫-০২-২০২১; সন্ধ্যা ৫:৪৫; আটকে আছে ৷ জানালায় ৷ আলুক্ষেত ৷ তালগাছ ৷ স্কুলবাড়ি ৷৷ দুটো পাখি ৷ আটকে ছিল ৷ উড়ে গেলো ৷৷ ওর উড়ানে ৷ কারো কোনো প্রশ্ন নেই ৷৷ প্রশ্ন শুধুই ৷ কবির ৷৷ প্রাণ পেয়ে গেছে ৷ মেঘ ৷ ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে ৷৷ বৃষ্টি এলে ৷ আলুর কী হবে ! প্রশ্ন করছে কবি ৷৷ মেঘের হাসি ৷ অন্য কিছু বলছে ৷৷ হঠাৎ জ্বলে ওঠা বাল্ব ৷ বুঝিয়ে দিচ্ছে ৷ এই দূর্যোগেও ৷ বিদ্যুৎ ফিরেছে ৷৷ আর নতুন কী বলবো ৷ আলু উঠলে ৷ আলু নষ্ট না হলে ৷ চাষী ভালো দাম পেলে ৷ চাষী হাসলে ৷ কবি হাসবে ৷৷ কবি অন্য কোনো প্রশ্ন করবে ৷ প্রশ্ন না থাকলে ৷ কবিতা নেই ৷৷ কিন্তু প্রশ্ন তো থাকবেই ৷৷ || শান্তি ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন