চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৬৩
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
শালবনী; ০৫-০২-২০২১; সন্ধ্যা ৬:৩৯; হাঁকডাক ৷ রাস্তার ৷ হাত নাড়ছে ৷ সন্ধ্যার শূন্যতায় ৷৷ এই শূন্যতা ৷ অনেকটা উঁচুতে ৷ রাস্তার থেকে ৷৷ যেসব বাউল ৷ গান গেয়ে গেলো ৷ দুয়ারে সরকারে ৷৷ তাদের একতারাটা ৷ বেজেই চলেছে ৷ এই শূন্যতায় ৷৷ শুনছে রাস্তা ৷৷ বাউল জীবন ৷ রাস্তারও ৷৷ রাস্তা বলছে ৷৷ হাঁটার অভ্যাসে ৷ রাস্তা আবিস্কার ৷৷ রাস্তা আবিস্কার ৷ চাকার অভ্যাসে ৷৷ হঠাৎ জ্বলে ওঠা ৷ শেয়ালের চোখে ৷ বেজে উঠছে ৷ বাউলের আর্তনাদ ৷৷ যা এতক্ষণ ৷ গান মনে হচ্ছিল ৷ || শান্তি ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন