চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৭৭
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
পঞ্চুরচক; ১৯-০২-২০২১; সন্ধ্যা ৬:৪৫; কবিগানে মগ্ন ৷ কবি শ্রীকান্ত ৷ বলছেন জাড়া যাবো ৷৷ স্মৃতিতে ৷ বেজে ওঠা ৷ ঢোল ৷৷ চায়ের আড্ডায় ৷ কবিকে ৷ ঢোলক বানিয়ে দিচ্ছে ৷৷ আহা আনন্দ ৷ কাঁসর কি বাজবে ৷৷ কবিগানের তরজায় ৷ মেতে উঠবে কি ৷ বিধানসভার ভোট ৷৷ কে জানে ৷ সবাই বলছে ৷ খেলা হবে ৷ ভয়ংকর খেলা হবে ৷৷ ভোটের খেলা ৷ কেন ভয়ংকর হতে হবে ? একটা প্রশ্নচিহ্ন ছুঁয়ে ৷ প্রসঙ্গ বদলে যাচ্ছে ৷ কবির মোবাইলের ৷৷ সত্যিই কি বদলাচ্ছে ! হয়তো নয় ৷৷ হয়তো ৷ জীবনের সবটুকুজুড়েই ৷ গানের খেলা ৷৷ gun-এর খেলা যেন ৷ আর না রক্তাক্ত করে ৷ বাংলার মাটি ৷৷ শুভ হোক ৷ ভোট উৎসব ৷৷ || শান্তি ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন