সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ১০৭ || নীলাঞ্জন কুমার || "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ১০৭ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা



শব্দব্রাউজ ১০৭ । নীলাঞ্জন কুমার


বিপাশা আবাসন ।  তেঘরিয়া মেন রোড । সকাল ৮টা ৪০মিনিট । নন্দিতা মেঘের বাড়ির কথা বলেন । তাঁর মেঘের বাড়ি পরিষ্কার না করার জন্য জবাব চান । আমি হাসি । তর্জমা করি নন্দিতার মনের আরেক রূপ ।


শব্দসূত্র:  মেঘের  ঘরের  ভেতর


মেঘের ভেতরে নন্দিতার গোলাপি ঘরটিতে সে তার  স্বপ্ন গুলি রেখে দিয়ে আসে । সে স্বপ্নেরা যে খেলাধুলা করে তা রাতে স্বপ্নের ভেতরে দেখে নেয় সে । পরের দিন পরিস্কার আকাশে সেই ঘরে গিয়ে আবার দামী আলমারির ভেতরে তুলে রাখে। এই বেশ যাপন । মনে মনে ।



ঘরের রঙ কতখানি সুন্দর হল তা নিয়ে অনেক বিশ্লেষণে থাকে নন্দিতা । পার্থিব সংসারের শূন্য থেকে মেঘের সংসারে টেনে রাখে ।




ভেতরে ভেতরে  সবাই মেঘে বসবাস করতে চাই । নিরাপদে। আয়াসে ।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...