চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৮৬
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
ক্ষীরপাই (চলন্ত গাড়ী); ২৭-০২-২০; ৬:৪০; ই-রিক্সা ৷ কথা বলছে ৷ সময়ের ৷৷ যাত্রীরা ৷ মেতেছে ৷ হাওয়ায় ৷৷ জেগেছে ৷ আনন্দ ৷ ফুলে ফুলে ৷৷ অল্প কথায় ৷ দূষণমুক্ত ভাবনারা ৷ ছুঁয়ে থাকতে চাইছে ৷ সময় ৷৷ আমি সময়কে ভালোবেসেছি ৷ তুমিও ৷৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন