বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৯৫ || নীলাঞ্জন কুমার || "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৯৫ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা


শব্দব্রাউজ ৯৫। নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ৩।২।২০২১ সকাল ৯টা ৫০ মিনিট । ' আহ্বান ' শব্দটির ভেতর আন্তরিকতার ছাপ লেগে থাকে । স্থির লক্ষ্য নিয়ে আহ্বানকে  কি উপেক্ষা করা যায়?  সে কারণেই তো মানুষ একজোট হয় । নতুন জীবন গড়ে তোলে ।


শব্দসূত্র  :  আহ্বান শোন আহ্বান


মাঠঘাট বন পেরিয়ে যে আহ্বান ছুটে চলে,  সে কখনো কি দাঁড়ায়?  তাই সর্বত্র গর্জন ওঠে ক্ষোভে বিক্ষোভে  । মানুষ যা চায় তা পায়না বলেই মানুষের সামনে আহ্বান এগিয়ে আসে । মানুষ পথে নামে । শ্লোগান দেয় আর আহ্বানের গান গেয়ে ওঠে । কার কোন আহ্বান টেনে নিয়ে যাবে মানুষকে,  সে কি কেউ আগে থেকে বোঝে?  মাঠ ঘাট বন পেরিয়ে তাই ছুটে চলা,  আহ্বানের সঙ্গে মিশে বাকি সকলকে আহ্বান জানাতে ।


শোন,  যে পদধ্বনির জন্য আজও অপেক্ষা তার শব্দ এলে সব সিদ্ধিলাভ  হবে । শোন,  সব কিছুকে উপেক্ষা করো না । আহ্বান শোনার জন্য কান পাতো । তবে ফলাফল পাবে ।



আহ্বান করো । ডাকো । যত জোরে পারো । দেখবে তোমার সামনে সকলে।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...