বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৬২ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৬২

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা


মেদিনীপুর; ০৪-০২-২০২১; সন্ধ্যা ৬:৪৭; টেবিল থেকে ৷ ডেস্কটপ ৷ শোনাচ্ছে গান ৷৷ পুত্র বলছে ৷ গাড়ি চলছে ৷ গেম-এর গাড়ি ৷ গান বাজছে ৷ ভেতরে ৷৷ গড়িয়ে যাওয়া সময় ৷ জেগে উঠছে ৷ শাঁখের ধ্বনিতে ৷৷ একটা ঘোর লেগে আছে চরাচরজুড়ে ৷ একটা ঘোর ৷ লেগে থাকে ৷ নিরন্তর ৷ চরাচরজুড়ে ৷৷ টেবিল থেকে ৷ সময় থেকে ৷ শাঁখের ধ্বনি থেকে ৷ চরাচর থেকে ৷ সেই ঘোর ৷৷ আমার কবিতায় ৷৷ জেগে থাকে ৷৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...