শব্দব্রাউজ ১০৬ || নীলাঞ্জন কুমার
| "i-যুগ"-এর কবিতা
শব্দব্রাউজ ১০৬। নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড বিপাশা আবাসন । দুপুর ৪ টে ১০ মিনিট । সত্য নির্মম । চোখ খুলে দেয় । সত্য জানে সত্যি কি ।
শব্দসূত্র: আয় সত্য খুঁজি
১
আয় খুঁজে যাই সত্য, যার ভেতর
সব শুভ লুকিয়ে ।
২
সত্য সত্য তুই থাকিস শুধু
যা যা মিথ্যা যা ....
৩
খুঁজি দিকবিদিক, সৎনিষ্ঠ সে জন
যার ভেতর থেকে ফুটে ওঠে অন্য দীপ্তি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন