সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

আটপৌরে কবিতা ৩১৬-৩১৮ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা

 আটপৌরে কবিতা ৩১৬-৩১৮ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা


আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
-------------------------
৩১৬.
বসন্ত। পার্বণে। আখড়ায়।
পলাশে।
আকাশে। যাপনে। কথনে। লাস্যে।
৩১৭.
স্মৃতিময়তা। স্রোতস্বিনী। বসন্তে।
পাগলাঝোরা।
নার্ভজগৎ। জাগে। ছন্দে। রাগে।
৩১৮.
নয়নানন্দে। শ্রীলেখা। শ্রীভূমিকার।
ফুলঝুরি।
বসন্তে। ধ্বনিতত্ত্ব। ঐতিহ্যে। দ্রষ্টব্য।

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...