চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৬৮
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
মেদিনীপুর; ১০-০২-২০২১; সন্ধ্যা ৬:৪২; আস্ত একটা সন্ধ্যা ৷ এসে বসলো ৷ একটা ফাঁকা চেয়ারে ৷৷ প্রশ্ন করলো ৷ মানুষ না থাকলেই কি স্তব্ধতা ঘিরে ধরে ? একটা মাকড়শার ফাঁদ ৷ জাল বুনতে বুনতে ৷ শুনলো ৷ তাকালো ৷ কোনো উত্তর দিল না ৷৷ কিছু মশা ৷ বেমালুম প্রশ্ন এড়িয়ে ৷ দেওয়াল কামড়ে বসে থাকলো ৷৷ সভাকক্ষের ধুলো ৷ সংঘবদ্ধ হতে হতে ৷ সন্ধ্যার দিকে তাকালো ৷৷ দেখা গেল ৷ একটা বদ্ধ ঘরে ৷ থমকে থাকছে জীবন ৷ মানুষ না থাকলে ৷৷ জানালার ফুটো দিয়ে ৷ বোলতারা মাটি এনে ৷ সংসার পেতেছে ৷৷ একটা ভয়ংকর সংসার ৷ বদ্ধ ঘরের অন্ধকারকে ৷ একটা ফাঁকা চেয়ারকে ৷ ক্রমাগত বলে চলেছে ৷ বন্ধ করো প্রশ্ন ৷৷ চুপ করে থাকো ৷ কেউ এসবের মানে বুঝতে পারলো না ! || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন