শব্দব্রাউজ ৯৪ || নীলাঞ্জন কুমার
| "i-যুগ"-এর কবিতা
শব্দব্রাউজ ৯৪ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ২। ২। ২০২১। সকাল ১০টা ৩৫মিনিট । হাতের তালুতে বিশ্বকে আঁকড়ে ধরে রাখতে রাখতে যে নিত্যি বাঁচা তা অতীতে কল্পনার বাইরে ছিল ভাবতেই আশ্চর্য লাগে । ভবিষ্যতে আরো কত কি আসবে!
শব্দসূত্র: হাতের তালুর ভেতর
হাতের ভেতর ধরে রাখা বিশ্ব সেলফোনে । পাক্কা নেশাড়ু র মতো তাই নিয়ে থাকতে থাকতে চিনতে পারি জীবনের অগুনতি ইঙ্গিত । হাতের আঙ্গুল জানে কিভাবে কি করে ছুঁতে হয় আর বিশ্বের দোরে পা ফেলা যায় । হাজারো তালুতে যে বিস্ময় ধরে রাখি সে কি সমাধান করতে পারে নাকি আরো জটিলতা বাড়ায়, কে বলবে?
তালুতে তুলে নিই সব ফলাফল । তারপর তাদের ছড়িয়ে দিই মানুষের কাছে । এই না হলে সফলতা, এই না হলে হিতৈষী ! যে ফল পায় তার সঙ্গে গড়ে ওঠে সৌভাতৃত্ব । আর না হলে ...
ভেতরে ভেতরে আমরা সকলেই দাসানুদাস পরিস্থিতির। হাতের তালুর সেলফোন পরিস্থিতিকে পাল্টাতে পারে না । ব্যর্থতা সকলের জন্য হে । তাকে বাদ দিয়ে ভাবা অসম্ভব । হা হা ....
তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ২। ২। ২০২১। সকাল ১০টা ৩৫মিনিট । হাতের তালুতে বিশ্বকে আঁকড়ে ধরে রাখতে রাখতে যে নিত্যি বাঁচা তা অতীতে কল্পনার বাইরে ছিল ভাবতেই আশ্চর্য লাগে । ভবিষ্যতে আরো কত কি আসবে!
শব্দসূত্র: হাতের তালুর ভেতর
হাতের ভেতর ধরে রাখা বিশ্ব সেলফোনে । পাক্কা নেশাড়ু র মতো তাই নিয়ে থাকতে থাকতে চিনতে পারি জীবনের অগুনতি ইঙ্গিত । হাতের আঙ্গুল জানে কিভাবে কি করে ছুঁতে হয় আর বিশ্বের দোরে পা ফেলা যায় । হাজারো তালুতে যে বিস্ময় ধরে রাখি সে কি সমাধান করতে পারে নাকি আরো জটিলতা বাড়ায়, কে বলবে?
তালুতে তুলে নিই সব ফলাফল । তারপর তাদের ছড়িয়ে দিই মানুষের কাছে । এই না হলে সফলতা, এই না হলে হিতৈষী ! যে ফল পায় তার সঙ্গে গড়ে ওঠে সৌভাতৃত্ব । আর না হলে ...
ভেতরে ভেতরে আমরা সকলেই দাসানুদাস পরিস্থিতির। হাতের তালুর সেলফোন পরিস্থিতিকে পাল্টাতে পারে না । ব্যর্থতা সকলের জন্য হে । তাকে বাদ দিয়ে ভাবা অসম্ভব । হা হা ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন