শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ১০৩ || নীলাঞ্জন কুমার || "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ১০৩ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা



শব্দব্রাউজ ১০৩ । নীলাঞ্জন কুমার

তেঘরিয়া মেন রোড বিপাশা আবাসন । ১১ । ২। ২০২১ বিকাল ৩ টে ১০ মিনিট । রং যেমন বদলায় তেমন মনও বদলায় । কাল যে আত্মার আত্মীয় আজ সে শুধুই শত্রু । ক্রমাগত দুর্বিসহ সময় আমায় বলে যা,  দুঃখের বাইরে যা । যাবার জন্য যে শক্তি প্রয়োজন,  তাকে সন্ঞ্চয় কর্ আর সুখ খুঁজে নে ।


শব্দসূত্র:  শুধু রং বদলায়

শুধু জটাজালে বন্দি থেকে কেউ
কি সুখী হতে পারে  ? গড়িয়ে যাচ্ছে
যাবতীয় উপলক্ষ,  ফুরিয়ে যাচ্ছে প্রতিটি
মিনিট সেকেন্ড ।

রঙে রাঙানোর জীবন বড়ই অস্থায়ী । হাততালি
বাজাতে বাজাতে কেমন করে যে সরে যায় !


বদলাচ্ছি রংমেলান্তি খেলতে খেলতে । মনে
দাবার গজ মন্ত্রী চাল চালছে । এর পরও কি
ভালো থাকা যায় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...