রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

আটপৌরে কবিতা ৩৩৪-৩৩৬ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা

  আটপৌরে কবিতা ৩৩৪-৩৩৬ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা



আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
------------------------
৩৩৪.
আসনে। বেলাভূমি। রোদলালিত।
কথোপকথনে।
স্বাভাবিক। অস্বাভাবিক। স্বাধীন। বসন্ত।
৩৩৫.
পাশাপাশি। তুমিগুলো। আমিগুলো।
লাইব্রেরিতে।
স্পর্শ। বসন্তমাখা। চোখ। বাসন্তিক।
৩৩৬.
ভাবগতিক। অদ্ভুত। অনায়াস।
বাসন্তিকাচ্ছে।
স্বর্গীয়তায়। বিদ্যালয়। ঢুকছে। পরমায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...