শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

আটপৌরে কবিতা ৩৩১-৩৩৩ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা

 আটপৌরে কবিতা ৩৩১-৩৩৩ || অলোক বিশ্বাস || "i-যুগ"-এর কবিতা


আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
------------------------
৩৩১.
পরিন্দা। বসন্তের। না-বসন্তের।
বৃষ্টিতে।
ভিজছে। শীতে। কাঁপছে। এবং।
৩৩২.
দূরগামি। নীলে। সিপিয়ায়।
বসন্তে।
ঈশ্বরী। দেবদারু। ডাকে। পরাবাস্তবে।
৩৩৩.
আকাঙ্খায়। পংক্তিমালায়। অন্তর্ধানে।
বসন্ত।
নাচছে। প্রান্তরে। কেন্দ্রে। সঙ্গময়তায়।

২টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...