চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৬০
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
পঞ্চুরচক; ০২-০২-২০২১; সন্ধ্যা ৬:৪৮; শক্তি অল্পতা ৷ যেকোনো যন্ত্রণার ভেতর ৷ চিহ্নিত করে শীতের জটিলতাকে ৷৷ বলছে সাইকেলের চাকা ৷ ঘোরাও ৷ আরো জোরে ৷ ছুটো ৷৷ গন্তব্য ৷ লক্ষ্য ৷ এবং পা ৷ দুটি হাতের উপর উৎসাহিত ৷৷ উৎসাহ ৷ যন্ত্রণার মুক্তিতে এসো ৷৷ হাত বলছে ৷ মাথা ৷ অজুহাত ছাড়ো ৷৷ হা হা হা ৷ কারো কোনো মন্তব্যের তোয়াক্কা না করেই ৷ চাকা ছুটছে ৷ আনন্দে ৷৷ আমি এটুকুই বসে বসে দেখলাম ৷ আরোহী নামতেই ৷ বলে উঠলো ৷ উফ্ ! যন্ত্রণা ! শুনলাম ৷ এটুকুই ৷ লিখলাম তা-ই ! || শান্তি ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন