চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৭৬
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
চলন্ত গাড়ি; ১৮-০২-২০২১; সন্ধ্যা ৬:৪২; মাচার উপর ৷ পুইমেচড়ি ৷ শূন্যে তাকিয়ে আছে ৷৷ হাওয়ার আদর ৷ তাকেও ৷ নালার হিঞ্চেপাতাকেও ৷৷ অল্প রোদ থেকে ৷ যে যার মতো ৷ রঙ কুড়িয়ে নিতে নিতে ৷ বিকেলকে বলছে ৷ এসো আড্ডা দিই ৷৷ সামনের জলনালায় ৷ একটা ঘাসফড়িং ৷ লাফ দিয়েই বলে উঠলো ৷ এই রে ৷ ভুল করে ফেললাম ৷ নৌকার মতো নিজেকে ভাসিয়ে ৷ ধরে ফেললো খড়কুটো ৷৷ পুই পাতায় ৷ সময়ের সব খুনসুঁটি লিখতে লিখতে ৷ নেমে আসে সন্ধ্যা ৷৷ বসে গাঁজার আসর ৷ কলতলায় ৷৷ আর তাস ৷৷ একটা বাল্ব জ্বলে ৷ মানুষ একে অপরের মুখে ৷ আলো দেখে ৷৷ সবটাই অনুভবহীন ৷৷ রাতের শীতের সাথে ৷ পুইমাচা গল্প করতে থাকে ৷ এভাবেও জীবন কাটানো যায় ৷৷ নেশায় ডুবে আছে ৷ সময় ৷৷ ওদের বোঝাও ৷৷ || শান্তি ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন