মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৭৪ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৭৪

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা


মেদিনীপুর; ১৫-০২-২০২১; সন্ধ্যা ৬:৩৭; কথা বলছে ৷ চা ৷ সসপ্যানে ফুটতে ফুটতে ৷৷ সব তাপ ৷ হৃদয়ে চেপে ৷ মিষ্টি কথায় ৷ ভরে উঠছে রান্নাঘর ৷৷ জানালায় তাকাতেই ৷ হেসে উঠছে ৷ বাইকগুলো ৷ সুন্দরীরা আজ যেন ৷ অতি সুন্দরী ৷৷ বাগদেবী ৷ শিল্পে সাজিয়েছে জীবন ৷৷ আমার প্রাণায়ামে ৷ তৃপ্ত মন ৷ তৃপ্তিতেই ডুবে থাকতে চাইছে ৷৷ অবাক হয়ে গেলাম ৷ আজ সারাদিন টিভি চলেনি ৷৷ কথা বলেনি ৷ টিভি ৷ কথা বলেনি ৷ নেতা-নেত্রীরা ৷৷ সন্ধ্যা নামার সাথে ৷ আলোরা জ্বলে উঠছে ৷৷ আলোর কেরামতি ৷ সব গুরুত্ব ৷ অন্ধকারেই ৷৷ শিশুদের কোলাহলের ভেতর ৷ এই সন্ধ্যা ৷ হেঁটে চলেছে ৷৷ হাঁটতে হাঁটতে ৷ কলেজমাঠের দিকে চলেছে ৷৷ আমি কি যাবো ? জানিনা ! এখন চা পান করবো ৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...