বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৬৯ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৬৯

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা


মেদিনীপুর; ১১-০২-২০২১; সন্ধ্যা ৬:২০; আলো খেতে থাকা ৷ মৌমাছিটির ৷ উদ্বিগ্ন উড়ানে ৷ উত্তাল ৷ এখনকার পৃথিবী ৷৷ এ কথা বলছে ৷ জুতোর খসখস ৷ ফ্ল্যাটের রক্ষীর ৷ রাতের রক্ষী এলেই ৷ সে যে ঘরে ফিরবে ৷৷ লিফ্ট থেকে ভেসে আসা ৷ শব্দে ৷ একটা দ্রুততর সময় ৷ ক্রমশ আরো দ্রুততায় ছুটছে ৷৷ বাংলায় লাইভ দিচ্ছেন ওয়াং ৷ চীন থেকে ৷ আজ চীনে বসন্তোৎসব ৷ চীনা বছরের শেষদিন আজ ৷৷ তার আনন্দের রঙ ৷ রঙিন করছে আমাদের দেখাগুলোকে ৷৷ মৌমাছিটির জন্য ৷ কবিতা ৷ সব উদ্বেগ সরিয়ে ৷ যথা সময়ে পৌঁছে যাচ্ছে ৷ পাঠকের দরবারে ৷৷ আলোয় ফুটে উঠলো ৷ অক্ষর ৷ আনন্দের ৷৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...