শব্দব্রাউজ ৯২ || নীলাঞ্জন কুমার
| "i-যুগ"-এর কবিতা
শব্দব্রাউজ ৯২ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ৩১। ১। ২০২১ সকাল ১০টা ৪৫ মিনিট । গানের সুর নিয়ে ভাবতে গিয়ে যে সাত সুরের থেকে কি করে সাত কোটি গান হয়ে ওঠে সে ভাবনা ভাবিয়ে তোলে । সরগম থেকে সুর তাল লয় আঁকড়ে ধরে । আমরা ধীরে ধীরে তার বশীভূত হই ...
শব্দসূত্র: সাত সুরের সমাহার
সারেগামাপাধানি সাত সুরের কল্যাণে দিকবিদিকে গড়ে ওঠে উচ্ছ্বাস । সকাল থেকে রাত হাজারো বাস্তবের ভেতরে থেকেও যেমন অমানুষ হওয়া হয়নি , অনর্গল আরোহণ অবরোহনের দোলাচলে কি করে বিস্তার হয় সুর, আর ছড়িয়ে যায় আকাশে বাতাসে , জানা গেল না! বাতাস বড় বন্ধু সুরের, ঝড়ের কিংবা উত্তুরে হাওয়ার সাঁইসাঁই শব্দে কি অদ্ভুত সুর বিস্তার করে !
সারেসাগা রেগারেসা গাইলে সুর যে গলায় ঘোরে তা বুঝতে পারি নিজেই । তখন ভেতরে অন্য আনন্দ । ঘুম পাড়ানি গানের মায়ের থেকে যে সুরের স্বাদ তাকে ভুলি কেমন করে! সুর শুধু কি আনন্দে? বিরহেরও তো অজস্র গান বাতাস বয়ে নিয়ে বেড়ায় ।
তানপুরা সারেঙ্গী তবলার মতো তাল বাদ্যের সমাহারে যে মজা তা চেটেপুটে খাই । গানের ভেতরে থেকে খুঁজে নিই সত্য, প্রিয় উদ্ভাস ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন