চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৫৯
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
মেদিনীপুর; ০১-০২-২০২১; সন্ধ্যা ৬:৪৯; নদী বলছে ৷ শোনো মানুষ ৷ এসো ৷ পাড়ে বসো ৷ গল্প করি ৷৷ বৃক্ষ বলছে ৷ মানুষ ৷ প্রাণ ভরে শ্বাস নাও ৷ আমার অনেক গল্পে মন ভরো ৷৷ নদীর পাড়ে এল ৷ বৃক্ষের সান্নিধ্যে এলো ৷ নিজের ছায়া ৷ হাঁটতে হাঁটতে ৷৷ নিজেকে যে কোথায় রেখে দিয়ে এলো মানুষ ৷ বুঝতে পারছে না ৷ বৃক্ষ ৷ নদী ৷ কেউই ৷৷ ছায়া বলছে ৷ আমি তো মানুষটিকে নিয়ে সবসময়ই হাঁটি ৷ তবু সে যে কোথায় থেকে যায় ৷৷ কেউ কারো সঙ্গ পাচ্ছে না আজ ৷ || শান্তি ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন