কিছু বই কিছু কথা ২৭৫ । নীলাঞ্জন কুমার
যুদ্ধ বিরোধী কবিতা । সংকলকের নাম, প্রকাশক ও মূল্য উল্লেখ নেই ।
১৯৯৫ সালে তেরটি কবিতা নিয়ে হিরোশিমা নাগাসাকির আনবিক গণহত্যার পন্ঞ্চাশ বছর উপলক্ষে যে ক্ষুদ্র সংকলন প্রকাশ করা হয়েছিল তার ভেতরে এক অন্য অনুভূতি যে আছে তা স্পষ্ট করে এই সংকলন । কবি রমেন আচার্যের কবিতায় তাই পাই: ' মানুষ কি থাকে তাহলে/ যদি তার হৃদয়ই না থাকে ! / সেই বিকৃত মনকে দেখে নিই ইতিহাস ঘেঁটে/ হিরোশিমা নাগাসাকির তেজস্ক্রিয় ছাই ঘেঁটে ঘেঁটে! ' ( ' তেজস্ক্রিয় ছাই ঘেঁটে ') , কবি রতন দাস লেখেন: ' কালো মেঘের ছাতার নীচে দাঁড়িয়ে আছি আমরা/ আর কতো বিষ মাখতে হবে গায়ে? ' ( ' যুদ্ধের বিরুদ্ধে ') , কবি বিপ্লব মাজীর ' যুদ্ধের বিরুদ্ধে একটি মোমবাতি ' র ভেতরে তাই খুঁজে পাই সেই অমোঘ প্রশ্ন: ' হাজার হাজার যুদ্ধের/ জন্ম মৃত্যু ঘটে গেছে এ গ্রহে ; / এখনো যেন নক্ষত্র যুদ্ধের জরদগব আশা? ' ।
যে সব কবিদের নিয়ে এই সংকলন তাঁরা যে সবাই কুশলী কবি ও মানবতাবাদী তা তাঁদের কবিতা পড়লেই বেশ বুঝতে পারি । প্রত্যেক কবির ভেতরে মিশে আছে জীবনের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা । সে কারণে কবি কৃষ্ণ ধরের কবিতা ' রণদানবকে, না ' তে পাই: ' শিয়র দুয়োরে দিচ্ছে দোসর/ যতই বাড়াক হাঁ/ যম দুয়োরে দিচ্ছে কাঁটা/ দানব হটে যা । ' আবার মুকুল গুহের কবিতা আমাদের আবেগী করে দেয়: ' বন থেকে বেরোল টিয়ে/ বোমার মুকুট মাথায় দিয়ে, / আয় টিয়ে তোর সঙ্গে যাই, / হিরোশিমাকে চুমু খাই । ' গোটা সংকলনটির কবিতাগুলি মনে করায় হিরোশিমার নাশকতা, যা শান্তির কামনা জোরালো করে দেয় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন