রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

গান || নীলাঞ্জন কুমার || ভাষা দিবসের গান

গান

নীলাঞ্জন কুমার




এমন বন্ধু কোথায় আছে রে
আমার ভাষার মায়া
যে ভাষাতে কাঁদা হাসা
সেইতো হল ভালোবাসা
বাংলাতে গান গাওয়া ।


বাংলা হল সুখের তরী
বাংলা দিয়ে স্বপ্ন গড়ি
বাংলা গানে কি যে মধু
আছে চাওয়া পাওয়া
বাংলাতে গান গাওয়া ।

বাংলা দিল আমাকে পথ
বাংলা ভাষায় স্বপ্নরথ
নিয়ে আসা যাওয়া ।


বাংলা ভাষায় কেবল খুশি
মুছে যায় রে দুঃখ রাশি
বাংলা মানে কি যে মধু
আছে চাওয়া পাওয়া
বাংলাতে গান গাওয়া ।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...