সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

কিছু বই কিছু কথা ২৭৯ । নীলাঞ্জন কুমার || পশ্চিম বাংলার পাখি । প্রণবেশ সান্যাল ও বিশ্বজিৎ রায়চৌধুরী । আনন্দ পাবলিশার্স

কিছু বই কিছু কথা  ২৭৯ । নীলাঞ্জন কুমার





পশ্চিম বাংলার পাখি । প্রণবেশ সান্যাল ও বিশ্বজিৎ রায়চৌধুরী
। আনন্দ পাবলিশার্স ।পঁচাত্তর টাকা ।


আমাদের এই জগতের ভেতরে প্রকৃতিপ্রেমির মধ্যে স্বর্গীয় সেলিম খান কিংবা অমল হোমের মতো যশস্বী পক্ষীবিদ যেমন জন্মেছেন তেমনি এই পশ্চিম বাংলায় পাখি নিয়ে নিরন্তর যারা কাজ করেছেন তার ভেতরে ১৫৮ রকমের পাখিকে চেনার জন্য যে বইটির প্রয়োজন অনস্বীকার্য তা অবশ্যই প্রণবেশ সান্যাল ও বিশ্বজিৎ রায়চৌধুরীর যুগ্ম প্রয়াসের গ্রন্থ ' পশ্চিম বাংলার পাখি '।
       এই বাংলার চড়াই,  বাবুই,  মাঠচড়াই,  দোয়েল, কাক,  চিল , শালিকের মতো  প্রতিনিয়ত যাদের দেখতে 
পাওয়া যায়,  তাদের সঙ্গে এই বইটির ভেতরে পাই  কোর্চে বক,  পানডুবি,  চখাচখি,  মদনটাক,  কুবো পাখি  , খুরুলে প্যাঁচার মতো অচেনা পাখির বৈশিষ্ট্য, আচরণ, কোথায় বেশি সন্ধান পাওয়া যায়,  তার বিস্তৃত তথ্য।  পাশাপাশি এই ১৫৮ টি প্রজাতির পাখির অত্যন্ত গুরুত্বপূর্ণ তালিকা এখানে করে দেওয়া আছে যা পক্ষী গবেষকদের কাছে বিশেষ প্রয়োজনীয়। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এই দুই পক্ষীবিদ ,  পাখিদের কথা আমাদের কাছে   তুলে ধরেন বলে বইটি কোনভাবেই আকর্ষণ হারায় না যা এ ধরনের বইয়ের ক্ষেত্রে অনেক সময় থাকে না । তাই পক্ষীবিদ না হলেও   সাধারণ পাঠক এটি পড়ে রসাস্বাদন করতে পারবেন । সঙ্গে ভালো লাগে ১৫৮ প্রজাতি পাখির আলোকচিত্র । যা আলাদা করে গ্রন্থিত করা আছে এই গ্রন্থটির  ভেতরে । সে ক্ষেত্রে বিশেষ ভাবে  গ্রন্থটি  লোভনীয় হয়ে ওঠে পরিকল্পনার গুণে । প্রচ্ছদ মুগ্ধ করে আলোকচিত্রীর
 চিত্র কৌশলে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...