অসম-এ বইমেলা উদ্বোধনে বাসুদেব দাস
আগামী ১৮ ফেব্ৰুয়ারি অসমে র শিবসাগরে বইমেলা এবং যুব মহোৎসব শুরু হচ্ছে। বইমেলার উদ্বোধন করতে কলকাতা থেকে যাচ্ছেন অনুবাদক বাসুদেব দাস।এখানে উল্লেখ করা যেতে পারে যে বাসুদেব দাসের জন্ম এবং পড়াশোনা অসমে।দীর্ঘকাল ধরে অসমিয়া থেকে বাংলায় অনুবাদ করে চলেছেন।আজ পর্যন্ত ৪৫০ টিরও বেশি অসমিয়া গল্প,প্রচুর প্রবন্ধ, কবিতা, এবং উপন্যাস অনুবাদ করেছেন।প্রকাশিত বইয়ের সংখ্যা কুড়ি টি।বলাবাহুল্য অসমিয়া পাঠকদের মধ্যে বাংলা সাহিত্য অত্যন্ত জনপ্রিয়।শিক্ষিত অসমিয়া মাত্রই বাংলা সাহিত্যের নিয়মিত চর্চা করে থাকেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন