সংকল্প ফাউন্ডেশনের সচেতনতা শিবির
প্রতিবেদন: ড. শান্তনু পাণ্ডা
সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ কুষ্ঠ নির্মূল সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো তাঁতিগেরিয়া বামুনপাড়া কুষ্ঠ কলোনিতে কুষ্ঠ রোগ কোন অভিশাপ নয় পাঁচটা রোগের মতোই এটি একটি রোগ সঠিক সময়ে চিকিৎসা করালে এই রোগকে আমরা সমাজ থেকে নির্মূল করতে পারি এবং আমরা সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে শপথ নিলাম কুষ্ঠ রোগীকে মূল সমাজের ফিরিয়ে আনার সবরকম প্রচেষ্টা কোরবো আমাদের মধ্যে উপস্থিত ছিলেন জোনাল লেপ্রোসি অফিসার পশ্চিম মেদিনীপুরের ডক্টর ডি কে সাহা মহামারী বিশেষজ্ঞ ডঃ কিশলয় জানা, এছাড়া শেখ শেখ আলতাফ উদ্দিন ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা বিশিষ্ট সাহিত্যিক রোশেনারা খান ডিরেক্টর ডঃ শান্তনু পান্ডা, কোষাধক্ষ্য পিন্টু সাউ, অর্ণব পাত্র ,নরোত্তম দে, সম্পাদিকা পারমিতা সহ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রনিলয় সমিতির সম্পাদক লক্ষণ ওঝা, ও সয়ময় বাংলার কর্ণধার জয়ন্ত মন্ডল। মোট ৭৫টি কুষ্ঠ মানুষের মধ্যে দুধ,বিস্কুট, লেবু ও বাচ্চাদের চকলেট বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন