বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

খড়কুটো || নীলাঞ্জন কুমার || আজকের কবিতা

 

খড়কুটো

নীলাঞ্জন কুমার





ভঙ্গি থাকুক যত প্রহর জুড়ে
খড়কুটো ধরে থাকি অনন্তকাল,
সে আনন্দ ছুঁয়ে থাক ।


মাটির আবেগ নিয়ে বসে থাক মনে
সহজ জীবন , গড়িমসি
সময়ের ভেতর ভেতর ।


ভঙ্গি বাজাক যত হিসেবি বাজনা
সেতো মুছে যায় জলের মতন
নিরবে । খড়কুটো থেকে যায় ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...