কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার
ছায়ার শরীর । আবদুস শুকুর খান । অভিষেক প্রকাশনী । পঁচিশ টাকা ।
কবি আবদুস শুকুর খানের কবিতা পড়তে গেলে বেশ কিছুটা প্রস্তুতি নিয়ে বসতে হয় আর অপেক্ষা করতে হয় সেই উচ্চারণের জন্য, যা এক অপূর্ব অনুভবে পৌঁছে দিয়ে পারে । নিম্নগ্রামে কবিতা লেখা এই কবি তাঁর সংযত উচ্চারণে আমাদের সঙ্গে মিতালি পাতায় তাঁর কবিতা নিয়ে যা এক অন্য স্বাদে ছুঁয়ে যায় । তাঁর ১৯৯৯ সালের কাব্যগ্রন্থ ' ছায়ার শরীর ' এও পেয়ে যাই স্বাভাবিক ভাবে: ' রেখে যাচ্ছি বাপ- মায়ের কবর, প্র- প্রপিতামহের ঘুমন্ত কঙ্কাল । / রেখে যাচ্ছি প্রতীকি জীবন/ রেখে যাচ্ছি আমাকেও মাটির গহ্বরে হাজার বছর, হাজার হাজার ...( ' রেখে যাচ্ছি ') , ' আমিও তোমার নয়, চিরদিন তুমিও আমার / আমরা সবাই পৃথিবীর ধ্রুব সত্য ধূসরতার । ' ( ' ধ্রুব সত্য ') , ' আজও কবরের মাটি, ভেদ করে মাটি তুলে/ জেগে আছি,/ আজও উৎকর্ণ বেদনারহিত করোটি, আজও ....' ( ' আজও উৎকর্ণ আছি ') র মতো পংক্তি তার উজ্জ্বল প্রমাণ ।
কবির এ কাব্যগ্রন্থে বেশ কিছু কবিতার ভেতরে মৃত্যুস্বাদ প্রকট । এ ছাড়াও তিনি পাঠকের অনুভবে পৌঁছে দিতে চেয়েছেন এক বিশেষ অনুভূতি যা মোহাবিষ্ট করে । যেমন: ' ফুল হতে কতকাল আর ক্ষত হবো/ বিস্মরণে দাঁড়াবে পৃথিবী, / বিস্মৃতির জ্যোৎস্না দেবে ভরে ।'( ' তন্ময় সুন্দরে ') ' তোমাকে ছোঁব বলেই/ নিজেকে ভেঙে ভেঙে কী সহজে পৌঁছে যাই/ শূন্যে ... 'যা বিস্মিত করে । প্রয়াত কবি প্রমোদ বসুর বাহাদুরিহীন প্রচ্ছদ অন্য স্বাদ আনে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন