আহ্লাদে পতাকা ওড়ে
দীপক কর
দৃষ্টিসুখ কেড়েনিয়েছে
বিষমাখা এ-সময়
কিছুই দেখার নেই আর সাধ
নেই আজ কিছু দেখার।
সবকিছু ধূসর কাতর
পৃথিবীর ম্লান মুখ
কে ভেবেছিলো আগে
ভেভেছিলো কেউ?
মানুষের মৃত্যবাণ
অ-মানুষের কারখানা
নিত্য সৃষ্টি বিবরে
রাজনীতির ক্লিন্ন কীট
রক্তস্নাত হাত
আহ্লাদে পতাকা ওড়ে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন