বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

প্রতিবিম্বে নিজেকে দেখি || শাহিন শাজনীন || আজকের কবিতা

প্রতিবিম্বে নিজেকে দেখি

শাহিন শাজনীন 



যা হবে ভালো তা চাই দখলে

হিংসায় মরি তা অন্যের হলে। 

ভালো মন্দের যদি করি যাচাই,

মন্দকে কিছুতেই পারি না 

দিতে বিদায়।


যার আছে শক্তি, তাকে করি ভক্তি, 

শোষিত হলে,ভাবি এই তো নিয়তি।

যেমনি বোকা,তেমনি ধূর্ত আমরা 

দুর্বলের হাত ভেঙে, অত্যাচারী হাতকে

শক্ত করে তুলি।


আমি করি যা, আছে তার যুক্তি সততা,

আমার ভুল ভুলই না,অন্যে ভুলে ভরা।

নিজেকে জাহির করতে পিছু হঠি না 

যতই হই না বিমুখ, কাজে ছন্নছাড়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...