কিছু বই কিছু কথা ২৮৩। নীলাঞ্জন কুমার
শরীরে সম্বিতে । শিখা মল্লিক । কবিতীর্থ । পাঁচ টাকা ।
জীবনের দেখা মুহূর্তকে কি অবলীলায় কবিতা করে দেন কবি শিখা মল্লিক, যা পড়তে পড়তে অনুভবে আরাম আনে । তাঁর কবিতা মেয়েলী কবিতার বেশ উর্দ্ধে ই । তাঁর ১৯৯৫ সালে প্রকাশিত ক্ষীণতনু কাব্যপুস্তিকা ' শরীরে সম্বিতে ' র বইটি পড়ে ক্রমশ ঋদ্ধ হই । কারণ: ' এমন হাজারো প্রতিক্রিয়ায় প্রতিদিন পথ পার হয়ে যেতে হয় জীবনের মূল্যবান দিন । ' ( ইংলিশ সিনেমা ') , ' যাও যেখানে ইচ্ছে যাও/ আর অনন্ত আলোয় ধরো শৌখিন মুখ ' ( ' এবার দেখা হলে ')।
কাব্যপুস্তিকাতে ফুটে ওঠে কবির আত্মদর্শন, নির্ভেজাল কথোপকথন, তাঁর জীবনের ঘটনাপ্রবাহ ও
কাব্যিক অবস্থান এক মায়াবৃত্ত সৃষ্টি করে । আর তাই তিনি লিখতে পারেন: ' তবুও না বলা/ তবুও গুটিয়ে রাখা কখনো সখনো/ কিংবা নেমে যাওয়া গুহার ভেতর । ( না) , ' আজ কাউকে প্রয়োজনও নেই/ আর কাউকে দেখলে হয়তো অখুশিই হবো । ' ( 'অরোমাঞ্চকর ') ' তাই মাঝে মাঝেই সে বড়ো লাল হয়ে ওঠে/ লাল হয়ে ওঠে তার কবিতার ভাষা । ' ( ' বিবস্বান দা ')।
কবি শিখা মল্লিক ভীষণ নীরবে কবিতা লিখে যান । আর এই নীরবে থাকার কারণে তিনি প্রকৃত কথা আমাদের সামনে হাজির করতে পারেন । তিনি জানেন কোলাহল থেকে কবিতা অনেক দূরে থাকতে চায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন