রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১

কিছু বই কিছু কথা ২৮৫ । নীলাঞ্জন কুমার || আলোকিত ঘুমঘর । অদীপ ঘোষ । কবিপত্র প্রকাশ

কিছু বই কিছু কথা ২৮৫ । নীলাঞ্জন কুমার





আলোকিত ঘুমঘর । অদীপ ঘোষ । কবিপত্র প্রকাশ
। চল্লিশ টাকা ।


অদীপ ঘোষের কবিতা যদি বারবার পড়তে পারা যায়,  তবে বুঝতে পারি তার কবিতায় কতখানি বিস্ময় লেগে আছে । অদীপ ঘোষ  সেই কবি যিনি লাটাই ধরে রাখেন নিজের হাতে  আর পাঠককে উড়তে দেন চেতনার মধ্যে মিশে থেকে ।
     বোঝা যায় কবি যখন লেখেন : ' ক্রেতা বিক্রেতা কুল যে বিন্দুতে গ্যাট হয়েব সে তার নেগেটিভ ছাড়া/  ক্যানভাসে কিছুই ফোটে না ' ( ' স্বার্থপর ' ) , ' এ জন্ম বাতিল করে আরেকটা জন্ম পাওয়া গেলে/  আমরা জল বা শূন্য হতে পারি ' ( গোলমেলে ' ) , ' প্রচন্ড রক্তাল্পতায়  এ ভবের হাট ফেঁপে ফুলে ঢোল/  মাঘে শীত না এলেও কি ব্রহ্মাণ্ড থেকে যাবে গোল ' ( অশীতে) 
     অদীপের কবিতা স্বাদ যত পাই ততই বুঝতে পারি তার কবিতার গভীরতা কতখানি তাছাড়া তিনি যখন লেখেন:  ' আদিম দেবতা তুমি/  মাঝখানে বসে ঠিক ছুপা রুস্তমের মতো ' ( আলোকিত ঘুমঘর১০) ,  কবিকৃত প্রচ্ছদ সংবেদনশীল ।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...