শব্দব্রাউজ ৭০ || নীলাঞ্জন কুমার
| "i-যুগ"-এর কবিতা
শব্দব্রাউজ ৭০। নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড বিপাশা আবাসন ৯।১।২০২১ সকাল সাড়ে আটটায় । দীর্ঘ সাহিত্য জীবনে অসংখ্য বিদ্রুপ অবজ্ঞা ও উপেক্ষার সামনে দাঁড়িয়ে এই আমি যেখানে, তাই বা কম কি । তাই নিয়ে বাঁচা, এগোন ও সত্য তুলে ধরার চেষ্টা ।
শব্দসূত্র : অসংখ্য বিদ্রুপ অবজ্ঞা
অসংখ্য সত্যস্বাদের কাছে নতজানু হয়ে দাঁড়ালে শত উপেক্ষা গা থেকে পিছলে মাটিতে । নিজেকে উল্টেপাল্টে দেখতে দেখতে বোঝা যায় সারা পৃথিবীর ডাকাডাকি আমাকে কিভাবে জানান দিচ্ছে ! তবে সত্যি কি পৃথিবীর সকলে আমায় চিন্তা করে? সকলে কি পড়ে ফেলে আমার সৃজন? সকলে কি সত্য আঁকড়ে থাকতে চায়? জানি এসব উত্তর আমাকেই খুঁজতে হবে । গভীরে। নিভৃতে।
বিদ্রূপ আমাকে ভালোবাসে , চুমু দিয়ে যায় যখন তখন । বিদ্রূপ আমাকে তাই বিদ্ধ করতে পারে না, দগ্ধ হই না । শুধু পাশবিক ঈর্ষাতুরের পাশবিক মুখ দেখে আনন্দ জাগে । বিদ্রূপ আরো আমায় ভালোবাসুক .....
উপেক্ষা আজীবন জড়িয়ে । শ্বাস প্রশ্বাসের সঙ্গী । উপেক্ষা বুঝিয়ে ছাড়ে সত্যকে। শেখায় আমাকেও । উপেক্ষাকে না পেলে কিছুই হত না । সে একাধারে আমার বন্ধু । শত্রু ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন