শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৪৩ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৪৩

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা


সিংহপুর; ১৬-০১-২০২১; দুপুর ২:০৯; টেরি গাঁদা ৷ থোপা গাঁদা ৷ গাঁদার বাগান ৷ আনন্দ ৷৷ অদূরেই বেগুনগাছ ৷ অর্গানিক জীবনের স্বপ্নে বিভোর ৷৷ বাউনা ডোবায় ৷ মুখ দেখছে ৷ কলাবাগান ৷৷ পড়ন্ত রোদে ৷ গসিপ ৷ পাড়ার মেয়েদের ৷৷ দেখছি ৷ ভাবছি ৷ ভালো লাগছে ৷৷ আমার গ্রামে ফেরার আনন্দ ৷ ফুটে আছে ৷ মূলোর সাদা ফুলে ৷৷ গাঁদায় উড়ে বেড়ানো ৷ মৌমাছি ৷৷ কুমড়োফুলের সুবাস নেওয়া ৷ প্রজাপতি ৷ গোগ্রাসে গ্রহণ করছে ৷ সৌন্দর্য ৷ আশ্রমের ৷৷ খুব একটা গভীরে ভেবো না ৷ বলে উঠছে ৷ মাচায় ঝুলতে থাকা লাউ ৷৷ বাউনাডোবার পাড়ে ৷ হাঁসেদের জটলায় ৷ আমার সেরা মহাকাব্য ৷ সেরা ভালোলাগা ৷ যদি ওরা অচেনা আমাকে নিয়েই চর্চা করে ! || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...