চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৪২
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
সিংহপুর; ১৫-০১-২০২১; সন্ধ্যা ৬:১২; শিল্পের পরম্পরা ধরে ৷ খামার ৷ একাগ্রতায় শুনতে চাইছে শেয়াল কিংবা লক্ষ্মীপেঁচার ডাক ৷৷ তার একাগ্রতায় ৷ ধানের আঁটি ৷ দেবতার আসনে ৷৷ আলপনা আঁকা কুলো ৷ কাস্তে ৷ ফুলসহ মূলোগাছ ৷ সবাই আজ আসন পেতে চাইছে কবিতার আসনে ৷৷ সরষে গাছ ৷ গোবর ৷ জৈববৈচিত্রে ফিরিয়ে আনতে চাইছে শুদ্ধতা ৷৷ ধূতি-পাঞ্জাবী পরিহিত গৃহকর্তা ৷ জীবনচক্রে মুগ্ধতা ৷ মুগ্ধতা ৷৷ মাঘের প্রথম সন্ধ্যা ৷ গাড়ুর নল ৷ অপেক্ষা করে আছে ৷ পশুপাখি ডেকে উঠলেই ৷ জল পরিক্রমা ৷৷ বুঝিয়ে দেবে ৷ অকারণে অর্থবহ শিল্প ৷ শিল্পিত জীবনই সার্থক ৷৷ বাঁচো প্রকৃতি ৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন