মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৩৯ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৩৯

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা

মেদিনীপুর; ১২-০১-২০২১; সন্ধ্যা ৬:৩৯; চা দোকানে বসে আছি ৷ ট্রে-তে থাকা ৷ চায়ের কাপ ৷ স্মার্ট দৃৃৃৃৃৃৃৃষ্টিতে বলেই চলেছে ৷ যাপন করো ৷ অস্তিত্ব ৷ আপন স্টাইলে ৷৷  শিল্পকর্ম ৷ ভাঁড়ের ৷ মুগ্ধ করেছে আমাকে ৷৷ একটা চুমুক থেকে ৷ হাঁটতে হাঁটতে চলে গেল একটা দিন ৷৷ মনে পড়ে গেল ৷ কত কথা ৷ সারা দিনের ৷৷ এত কোলাহল ৷ তবুও একা করে দিল আমাকে ৷৷ আমার ভেতরকার অস্তিত্ব ৷৷ চায়ের কাপ ৷ আর নিজেকে ৷ মাঝে মাঝে একা করে নেওয়া ভালো ৷৷ একটা ল্যাম্পপোষ্ট ৷ জড়িয়ে থাকা বট ৷ আর আমাদের বটের ছায়ায় বসা ৷ সন্ধ্যার নিজের স্টাইল ৷ কবিতাময় ৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...