রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৮৪ || নীলাঞ্জন কুমার | | "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৮৪ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা



শব্দব্রাউজ ৮৪। । নীলাঞ্জন কুমার

তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ২৩ । ১। ২০২১ সকাল ৯টায় । মনে যদি মন না থাকে তবে প্রেমের তুরীয় দশা বলে মনে করা হয় । এই দশা কখন যে আসে কখন যে যায় কারোর ওপর নিয়ন্ত্রণ থাকে না ।

শব্দসূত্র:  মনে নেই মন


মনের ছটফটানি যার যেমন । কারোর বিচ্ছুরণ কারোর অন্তর্মুখী । সারাজীবন ধরে মনকে নিয়ে নানান ভাবনা ভাবলেও ভাবনা সেই শুরুতেই থেকে যায় ।আমার মনতো আমার সঙ্গেই। তবু কেন এত দূরে । সারাজীবন এভাবে অভ্যাস,  আনন্দে দুঃখে।


নেই  সীমারেখা মনের । তাকে মাপতে মাপতে সময় ফুরোয় । কখনো সরল কখনো জটিল মন সেতো আমারই । মন মাতাল যারা তাদের ভেতরের গ্লানি পিছলে মাটিতে পড়ে । আবার কারো গ্রাস করে অবসাদ ।



মন মনের সঙ্গে মিলমিশ হলে প্রেম হয়ে যায়!  জানি না । সব কি গাণিতিক নিয়মে গড়ে ওঠে ?





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...