সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৭৮ || নীলাঞ্জন কুমার || "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৭৮|| নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা



শব্দব্রাউজ ৭৮ । নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ১৭। ১। ২০২১ সকাল ৮- ৫৫ মিনিট । ট্যুরিজম নিয়ে মাথা ঘামাতে ঘামাতে জীবনের কথা উঠে আসে । তার থেকে ছুটে বেড়ানোর চিন্তা । তার থেকে ...। এভাবে শব্দব্রাউজ গড়ে উঠছে অবলীলায় । কে আমার ভাবনা জোগায়!


শব্দসূত্র : জীবন দারুণ সফর


জীবনের সঙ্গে যেমন চাল ডাল নুনের প্রগাঢ় সম্পর্ক,  ছয় রিপুর দুর্দান্ত সখ্যতা তেমন জীবন ছুটে চলার জন্য । সফর মানে যদি শুধু পর্যটক বোঝাতো তবে পরিব্রাজক শব্দটাই আসতো না । আমি এখন বাড়ির ভেতরে আশ্চর্য পরিব্রাজক হয়ে যাই ,  আঁতিপাতি খুঁজি বৈচিত্র,  একটি শিশির বিন্দুর ভেতর থেকে কবিতাকে গ্রাস করার চাহিদা পেয়ে বসে । হা হা  কি সুন্দর আমার পরিণতি । আমার ফ্ল্যাটের ছাদে পায়চারি করতে করতে  কখন যে বিশ্ব সফর  হয়ে যায় মনে মনে ফ্ল্যাটবাসী দিলীপ বাবুর সঙ্গে!



দারুণ দারুণ সব সফর হয়ে যায় ইউ টিউবে । কত অনায়াসে মেপে নিই মুম্বই,  এলাহাবাদ,  দিল্লি,  পান্ঞ্জাব!  আমি আছি মহাসুখে শরীর নিয়ে । মন ছুটেছে ওই তেপান্তরে,  ইউটিউব দেখাও সাইট সিন । অবিরাম ।




সফর জমে ওঠে নিজের ভেতরে ! সফরের ভাবনা ভাবতে ভাবতে দিন কাটে । হাহা আমার শরীর,  তুমি কি যাবে!






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...