চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৫০
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
কলকাতা থেকে ফেরার পথে; ২৩-০১-২০২১; সন্ধ্যা ৬:৫০; লুকিং গ্লাস ৷ স্ট্রেস ফ্রি থাকে ৷ দৃশ্য থেকে ৷ দৃশ্যান্তরে ৷ বাঁচে বর্তমানে ৷ মুছে ফেলে স্মৃতি নিরন্তর ৷৷ মনকে বলছি ৷ তুমি কি আমার লুকিং গ্লাস হবে ? মন বলছে ৷ সামনে তাকাও ৷ পথে ৷৷ উপভোগ করতে থাকো ৷ গন্তব্যকে ৷ দৃশ্যান্তরে ৷৷ অর্থবহ হয়ে উঠবে ৷ সফর ৷৷ গাড়ি ৷ ছুটছে ৷৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন