চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৫৮
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
রবীন্দ্রনগর; ৩১-০১-২০২১; সন্ধ্যা ৬:৪৮; ছোটো বোন হস্তশিল্পী ৷ বসে পুঁতির মালা গাঁথছে ৷ সূর্যাস্ত হাটে যাবে ৷৷ আমি বসে আছি ৷ গল্প করছি ৷৷ এক গ্লাস জল ৷ এক কাপ চা ৷ দুটো বিস্কুট ৷৷ জলের স্বচ্ছতায় ৷ পুঁতিশিল্প ৷ বুনে চলেছে স্বপ্ন ৷৷ পুঁতি ৷ নানান রঙের ৷ বুননে ৷ ফুটে উঠছে জীবন ৷৷ ওহে জীবন ৷ ওহে জীবনের রঙ ৷৷ কোন যাদুস্পর্শে এতো নিখুঁত তুমি ৷৷ গল্পের কথায় ৷ চৈতন্য ৷ এগিয়ে চলেছে ক্রমাগত ৷৷ সন্ধ্যা নেমেছে ৷ জ্বলে উঠছে প্রদীপ ৷ বেজে উঠছে শাঁখ ৷৷ শহরের ব্যস্ততা ৷ হঠাৎ বিরতিতে ৷ প্রাণবন্ত হয়ে উঠছে ৷৷ ভালো লাগছে ৷ ভালো লাগছে ৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন