বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৮৭ || নীলাঞ্জন কুমার | | "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৮৭ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা


শব্দব্রাউজ ৮৭। নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ২৬। ১। ২০২১ সকাল ৯টা ৫০ মিনিট । সংসার নিয়ে ভাবনা এসেছে ভোরবেলায় । সংসার আর সমুদ্রের যদি তুলনা টানি তবে দেখতে দেখতে সমুদ্র আর সংসার একই খাতে বয়ে যাবে । সংসারের নিয়ম ধারাবাহিকতার সঙ্গে সমুদ্রেরও সাযুজ্য আছে বৈকি !


শব্দসূত্র : সংসার সমুদ্রময়


সংসারের যাত্রার ধারাবাহিকতা আপনি চান বা না চান ঠিক বয়ে যাবে । মাঝে মধ্যে ভাবি সময় কি সংসার চালায় ? প্রত্যেক সংসারের নিজস্ব নিয়মের ভেতর বহু নিয়ম  দেখা যায় । সংসার জীবন জটিলতা, সরলতা,  গর্হিত মুহূর্ত এই সব আপনা থেকে শিখিয়ে নেয় । পাশাপাশি নিজের অমতের মধ্যেও মতের কিছু কিছু কারণ সকলকে বলে বাহবা নেয় ।   আহা সংসার জীবনের কাছে কেমন বশীভূত আছি বড় মায়ায় !


সমুদ্রেরও সংসার আছে । সে কখনো ঢেউ  হয়ে আছড়ে পড়ে সংসার থেকে বেরোতে চায় আবার পরক্ষণেই  মায়ায় ফিরে যায় । সমুদ্রের গর্জন কি তবে এই ধারাবাহিকতার বিরুদ্ধে আস্ফালন!  যা আবার ফিরে গিয়ে নত হওয়া । সংসার এরকম । শত ধাক্কায় সরানো যায় না ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...