চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৫৩
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
মেদিনীপুর; ২৬-০১-২০২১; সন্ধ্যা ৬:৪৩; লালকেল্লা ৷ তাণ্ডব দেখছে ৷৷ ট্রাক্টর ৷ মাড়িয়ে যেতে চাইছে ৷ পুলিশ ৷৷ ভেঙে যাচ্ছে ব্যারিকেড ৷ লড়াই জারি ৷ বিরোধী রাজনীতি ৷ দখল চাইছে ৷ দখল চাইছে কৃষকের ৷ দখল চাইছে লালকেল্লার ৷৷ দখল ৷ জবর দখল ৷৷ ভারত দেখছে ৷ গনতন্ত্রে নয় ৷ দাঙ্গায় মেতেছে ৷ রাজনৈতিক বিরোধীতা ৷৷ অন্নদাতা ৷ রাজনীতির ভুল দিশায় ৷ দিশেহারা ৷৷ দিনটা প্রজাতন্ত্র দিবস ৷৷ শান্তি ফিরুক ৷ শান্তি ৷ || শান্তি ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন