বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৭৪ || নীলাঞ্জন কুমার | | "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৭৪|| নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা




শব্দব্রাউজ ৭৪ । নীলাঞ্জন কুমার

তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ১৩। ১। ২০২১। সকাল ৮-১৫মিনিট । চিত্রকল্পের কথা মনে আসতে দীঘার ঝাউবনে আলোর ঝিলিমিলির কথা মনে হোল । নিসর্গের মুহূর্তগুলো কত আদরে মনে রয়ে যায় !

শব্দসূত্র  :  ঝিলমিল ঝাউয়ের ঝিকিমিকি


ঝিলমিল করা আনন্দের সময় মনে এলে এই নিরানন্দের দিনগুলোর জীবনে আনন্দ বাড়ে । জানিনা  মুহূর্তেরা কিভাবে ধরা থাকে বোধে। কিভাবে গড়ে ওঠে বোধ , অবোধ শৈশব ছিঁড়ে ! ঝিলমিল চোখ ধাঁধানো জীবন বড় কম আসে বলে আনন্দ সময় কেমন মনে জুড়ে যায় ! ' আহা কি আনন্দ আকাশে বাতাসে ' বলে গাইবার প্রবণতা কে  জোগায় সে প্রশ্ন জটিল মন খুঁজে বেড়ায় । জীবন জোড়া দুঃখের মধ্যে সামান্য আনন্দ দিয়ে গড়া জীবনে আনন্দ বড় প্রাপ্তি,  যে বোঝে সে বোঝে ।


ঝাউয়ের গাছ দোল খেলে সূর্যের আলো দোলে । সে দুলুনির সঙ্গে জীবনের দুলুনির বড় সাযুজ্য । ঝাউবনের ভেতরের আলো নৈসর্গিক । অন্য কোথাও কি পাওয়া যায় ?


ঝিকিমিকি সমুদ্র ও ঝাউবন একসঙ্গে থাকলে কেল্লাফতে । মন ভালো হবেই । তাই ছুটে চলা,  নতুন ছন্দে । মনে মনে গেয়ে ওঠা ' এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...