রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৭৭ || নীলাঞ্জন কুমার || "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৭৭|| নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা



শব্দব্রাউজ  ৭৭ । নীলাঞ্জন কুমার


তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ১৬। ১। ২০২১  সকাল ৮ - ৫৫ মিনিট । হারজিতের কথা ভাবতে ভাবতে হেরে যাওয়া মানুষের কথাই বেশি করে মনে উঠে আসে । হারকে না মেনে নিলে জেতার অনুভব কি করে পাব।


শব্দসূত্র  : মেনেছি যে হার


মেনেছি হারজিতের নিয়মাবলী । একজনের হার আর একজনের জিতের মধ্যে যে নিয়ম গড়ে উঠেছে আমাদের মধ্যে,  তাকে মিথ্যে করে দেবার স্পর্ধা আমার নেই । সারাজীবনের হেরো আমি অবলীলায় মুখ দেখিয়ে বেড়াই মানুষের  চোখের সামনে । পরাজয়ের থেকে গড়ে ওঠা লজ্জা কেন আমায় জড়ায় না জানি না । মেনেছি পরাজয়ের গ্লানি আজীবন । দুয়ারে দাঁড়ানো পরাজয়কে বরণ করে প্রতিদিন তার সঙ্গে ঘরকন্না করার ইচ্ছে কেবল আমারই থাক ।বাকি সকলে জিতে বাড়ি যাক অপরিসীম আনন্দে ।


যে জয় আমার অধরা তাকে নিয়ে ভাবনাও আমার নেই । নেই খুঁটিনাটি সমাধানের অঙ্ক কষে নিজেকে জাহির করার দুর্মর ইচ্ছে । স্বপ্নে দেখা হোক জয়ী হয়ে মানুষের কাঁধে চড়ে যেতে !


কেউ তো বলে না ' তব পরাজয় মোর পরাজয়,  বারে বারে তাই জেনেছি ' । বাস্তবে ....






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...