শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৩৫ || সৌমিত্র রায় || "i-যুগ"-এর কবিতা

 চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৩৫

সৌমিত্র রায় 

"i-যুগ"-এর কবিতা


মেদিনীপুর; ০৮-০১-২০২১; সন্ধ্যা ৫:৪৫; প্রতিটি ক্লিকেই ৷ আদৃত হয় ৷ জীবন ৷৷ সে কথাই ৷ ক্যামেরা বলছে ৷৷ ভুল বলছে ৷৷ বলছে ৷ ভুল ৷৷ সব ক্লিক ৷ সার্থক নয় ৷৷ এ কথা বলছে ৷ উড়ন্ত মৌমাছি ৷৷ বলছে ৷ ঠিক ৷৷ যে বলে ৷ সে তার ৷ নিজস্ব অর্জ্জন থেকে ৷ বলে ৷৷ শোনা ৷ সবার ৷ সমান নয় ৷৷ যে তাকাচ্ছে ৷ তাকেই দেখছে ফটো ৷৷ আমার ভালো লাগছে ৷ শুনতে ৷ দেখতে ৷ বলতে ৷৷ || আনন্দ ||

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...