চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-৫৪
সৌমিত্র রায়
"i-যুগ"-এর কবিতা
কুবাই ব্রিজ; ২৭-০১-২০২১; সন্ধ্যা ৬:৩৮; সেকুজেন-এ টিপ ৷ তোমাকে করে তুলছে ৷ ডিজিটাল ৷৷ ভালো ৷ হয়ে উঠেছো ৷ ডিজিটাল ৷৷ স্বাস্থ্যসাথী কার্ডের চিপ ৷ ব্যাংক-এর পাশবই ৷ আর এসবের সাথে সম্পর্কিত লম্বা লাইন ৷ হাসছে ৷৷ হাসছে ৷ তোমার পরিণতি নিয়ে ৷৷ তোমরা হাসছো ৷ কখনো কখনো ঝগড়া করছো ৷ রেগে যাচ্ছো ৷ মজা করছো ৷৷ তোমরা তো দেখছি পাগল !! তোমাদের পাগলামিও ডিজিটাল ৷ ফোন ক্যামেরাই বন্দী হয়ে ৷ মিডিয়ায় ৷ ছড়িয়ে যাচ্ছে সব ৷৷ দ্রুত ! হা হা হা || শান্তি ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন