শব্দব্রাউজ ৮৫ || নীলাঞ্জন কুমার
| "i-যুগ"-এর কবিতা
শব্দব্রাউজ ৮৫ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ২৪ । ১।২০২১ সকাল দশটা । মনে অধিকার নিয়ে ভাবনা এলে তখন সলিল চৌধুরীর গান মনে পড়ে ' অধিকার কে কাকে দেয় ' । অধিকার নিয়েই হাজারো দ্বন্দ্ব , রাজনীতি ছুঁয়ে থাকে আমাদের ।
শব্দসূত্র : অধিকার কে কাকে দেয়
অধিকার নিয়ে কি কথা বলবে কেবল নেতৃবৃন্দ ?আবার অধিকার কেড়ে নেবার কথা বললে সেই নেতারা হাঁ হাঁ করে উঠবে । সভাসমাবেশে গর্জে উঠে হাজারো কথার ফুলঝুরি ওড়াবে । জানা উচিত কেড়ে নিতে গেলে তাকত লাগে । সে তাকত এখন কোথায়? যারা লঙ্কায় তারাই রাবণ হে! তা ধিন ধিনা নেতৃকুলের আসল লক্ষ্য রাবণের সিংহাসন । আমরা জেনেও জানি না, বুঝলেও বুঝি না ...
কে কাকে অধিকার এনে দেবে সেই নিয়ে ভিক্ষাপাত্র বাড়িয়ে থাকতে থাকতে দিন যায় রাত যায়! গড়ে উঠুক না অন্তত একবার সব অধিকার পাওয়ার মন্ত্র নিয়ে জনজোয়ার ।
জানি এ জন্ম দেয় না স্বস্তির জীবন । এ জীবন কেড়ে নেওয়ার জীবন । এ জন্মে শুধু শোষন শাসন ।
তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ২৪ । ১।২০২১ সকাল দশটা । মনে অধিকার নিয়ে ভাবনা এলে তখন সলিল চৌধুরীর গান মনে পড়ে ' অধিকার কে কাকে দেয় ' । অধিকার নিয়েই হাজারো দ্বন্দ্ব , রাজনীতি ছুঁয়ে থাকে আমাদের ।
শব্দসূত্র : অধিকার কে কাকে দেয়
অধিকার নিয়ে কি কথা বলবে কেবল নেতৃবৃন্দ ?আবার অধিকার কেড়ে নেবার কথা বললে সেই নেতারা হাঁ হাঁ করে উঠবে । সভাসমাবেশে গর্জে উঠে হাজারো কথার ফুলঝুরি ওড়াবে । জানা উচিত কেড়ে নিতে গেলে তাকত লাগে । সে তাকত এখন কোথায়? যারা লঙ্কায় তারাই রাবণ হে! তা ধিন ধিনা নেতৃকুলের আসল লক্ষ্য রাবণের সিংহাসন । আমরা জেনেও জানি না, বুঝলেও বুঝি না ...
কে কাকে অধিকার এনে দেবে সেই নিয়ে ভিক্ষাপাত্র বাড়িয়ে থাকতে থাকতে দিন যায় রাত যায়! গড়ে উঠুক না অন্তত একবার সব অধিকার পাওয়ার মন্ত্র নিয়ে জনজোয়ার ।
জানি এ জন্ম দেয় না স্বস্তির জীবন । এ জীবন কেড়ে নেওয়ার জীবন । এ জন্মে শুধু শোষন শাসন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন