শব্দব্রাউজ ৮৩ || নীলাঞ্জন কুমার
| "i-যুগ"-এর কবিতা
শব্দব্রাউজ ৮৩ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ২২। ১। ২০২১ সকাল ৮টা ৪৫ মিনিট । প্রেম এমনই এক আবেগ যাকে অস্বীকার করা যায় না । তবে প্রেম মানেই কি চোখের ছটফটানি, ছলনা? প্রেমের জাদুটোনা নিয়ে হাজারো ব্যথা ? সেখান থেকে এই অন্বেষণ ।
শব্দসূত্র : চোখে জাদুর ছলনা
চোখে চোখ রাখলেই যদি প্রেম আসতো তবে হাজারো প্রেমে ক্ষতবিক্ষত হয়ে নারী পুরুষ বাকি সব ভুলতে বসতো । চোখ মন শরীর ধ্যান সব মিলিয়ে যখন প্রেমের বীজ অঙ্কুরোদ্গম হয় তখন কি বাকি সব ধোঁয়াশা ! প্রেমের চাবিকাঠি যতই হাতে থাকুক সঠিক তালা না হলে দুরূহ যন্ত্রণা যন্ত্রণাই থেকে যায় । প্রেমহীন জীবনের রূপ নিয়ে এঁকে ফেলা যায় হাজারো শিল্প । ওই পর্যন্ত । বাস্তব অতি ভয়ঙ্কর ।
জাদু করার জন্য যিনি বসে আছেন অলক্ষ্যে, তাকে কি অস্বীকার করা যায়? মন মাতাল দিন রাত যে প্রেম এনে দেয় তার সঙ্গে স্বপ্ন মিশে থাকে । সে স্বপ্ন প্রতিদিনের অভ্যস্ত হয়ে গেলেও মজা রয়ে যায়। জাদুকাঠি ঘুরিয়ে অ্যাবরা ড্যাবরা শুনতে শুনতে অনেক বিস্ময় দেখি যখন, তখন আমি কি সত্যি আমার থাকি?
ছলনা বলে এত সবকে? যা লেখা হল সবই কি ছলনার দাস? যে জানে সে জানে ।
তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ২২। ১। ২০২১ সকাল ৮টা ৪৫ মিনিট । প্রেম এমনই এক আবেগ যাকে অস্বীকার করা যায় না । তবে প্রেম মানেই কি চোখের ছটফটানি, ছলনা? প্রেমের জাদুটোনা নিয়ে হাজারো ব্যথা ? সেখান থেকে এই অন্বেষণ ।
শব্দসূত্র : চোখে জাদুর ছলনা
চোখে চোখ রাখলেই যদি প্রেম আসতো তবে হাজারো প্রেমে ক্ষতবিক্ষত হয়ে নারী পুরুষ বাকি সব ভুলতে বসতো । চোখ মন শরীর ধ্যান সব মিলিয়ে যখন প্রেমের বীজ অঙ্কুরোদ্গম হয় তখন কি বাকি সব ধোঁয়াশা ! প্রেমের চাবিকাঠি যতই হাতে থাকুক সঠিক তালা না হলে দুরূহ যন্ত্রণা যন্ত্রণাই থেকে যায় । প্রেমহীন জীবনের রূপ নিয়ে এঁকে ফেলা যায় হাজারো শিল্প । ওই পর্যন্ত । বাস্তব অতি ভয়ঙ্কর ।
জাদু করার জন্য যিনি বসে আছেন অলক্ষ্যে, তাকে কি অস্বীকার করা যায়? মন মাতাল দিন রাত যে প্রেম এনে দেয় তার সঙ্গে স্বপ্ন মিশে থাকে । সে স্বপ্ন প্রতিদিনের অভ্যস্ত হয়ে গেলেও মজা রয়ে যায়। জাদুকাঠি ঘুরিয়ে অ্যাবরা ড্যাবরা শুনতে শুনতে অনেক বিস্ময় দেখি যখন, তখন আমি কি সত্যি আমার থাকি?
ছলনা বলে এত সবকে? যা লেখা হল সবই কি ছলনার দাস? যে জানে সে জানে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন