শব্দব্রাউজ ৮২ || নীলাঞ্জন কুমার
| "i-যুগ"-এর কবিতা
শব্দব্রাউজ ৮২। নীলাঞ্জন কুমার
তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ২১। ১। ২০২১ সকাল ন ' টা । গতকালের কোন মেগাসিরিয়ালে কোর্ট রুম সিনে গীতায় হাত রেখে সত্যি কথা বলার বদলে মিথ্যা বলার দৃশ্য বিচলিত করে । তার থেকে এই শব্দসূত্রের সূত্রপাত ।
শব্দসূত্র : যা বলবো সত্যি বলবো
যা বলা হয় গীতায় হাত দিয়ে তার সব সত্যি মিথ্যে বাতাসে ভেসে বেড়ায় আদালত কক্ষে । কোর্টের প্রতিটি মূল্যবান মুহূর্ত তার থেকে খুঁটে খুঁটে সত্যকে বাছাই করে । যা বলা হয় তার ভেতর কত শতাংশ হিসেব করে জেতার জন্য তৈরি , তা কি নিক্তি ওজন করা যায়? জানা নেই।
সাক্ষীর চোখ মুখ প্রশ্নের উত্তরে অনেক কথা বলে । শত মিথ্যের ভেতর থেকে সামান্য সত্য যখন জেগে ওঠে তখন সাক্ষীর আচরণ আলাদা হয়ে যায় । বিচারক বুঝে ফেলে আসল কাহিনি । তারপর শুধু প্রমানের অপেক্ষা ।
সত্য হল ' চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত ' । তাই মিথ্যে যতই ফুটিয়ে তুলতে চাক, মানুষ ঠিক জানে তা মিথ্যে । তবু মিথ্যেকেই কেমন সত্য বলে ধরে বোকা সিরিয়ালের মতো গিলে চলি । অবিরত ।
সুতরাং বলবো যা তার আগে মেপে নেব অভিনয় ক্ষমতা, মিথ্যেকে সত্যি হিসেবে বুঝিয়ে দেবার ক্যারিশমা । এভাবে জীবন চলছে চলবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন