মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

শব্দব্রাউজ ৮৬ || নীলাঞ্জন কুমার || "i-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৮৬ || নীলাঞ্জন কুমার 

                        | "i-যুগ"-এর কবিতা



শব্দব্রাউজ ৮৬। নীলাঞ্জন কুমার

তেঘরিয়া মেন রোড । বিপাশা আবাসন । ২৫। ১। ২০২১। সকাল ৮টা ৩৫ মিনিট ।যে খেলায় এক অনন্য আনন্দ পাওয়া যায়,  সেই বাঘবন্দি খেলা খেলতে খেলতে মেয়েরা হাসে । সেই মুহূর্তগুলো মনে ছুটে আসে । খেলাতে কি শুধু আনন্দ?  পরাজয়ের দুঃখ কি স্থায়ীভাবে গ্রাস করে না ?


শব্দসূত্র:   বাঘবন্দি খেলার সময়


বাঘবন্দি খেলতে খেলতে যে মেয়েরা গেরস্থালি কথাবার্তা বলতে ভালোবাসে,  তাদের ভেতরে সংসার ও  বাঘবন্দি দুটিই খেলা হয়ে যায় । নিছক সময় কাটানোর এই খেলা কখন যে নিজের সঙ্গে মিশে যায়! লোভী মন আরো সময় চায় এই খেলা খেলতে । তীর্যক জীবন ছুঁয়ে থাকতে থাকতে সমস্ত একঘেয়ে সময়ে এক বুক নিঃশ্বাসের আরাম ! বাঘকে করায়ত্ব  করার সাফল্য মনেতে আরো আনন্দ দেয় । মেয়েরা কি পরাক্রান্তকে বন্দি করতে চায়? 


খেলা অবোধ সময় থেকে আমাদের সঙ্গে । আমরা খেলাধূলার ভেতর দিয়ে চিনি জানি বুঝি । হেলাফেলা জীবনের সামনে খেলায় জয়ী মানুষ আলাদা হয়ে দাঁড়ায় । খেলতে খেলতে শেষ অবধি নিজেকে খোঁজা ।



সময় নদীর স্রোত যেখানে হারায়,  সেখানে যেতে মন চায় । সময়হীন জীবনে মৃত্যু কোথায়?  চতুর্থ আয়ন শুধু বোঝে ।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...